৮ মার্চ বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড



আউটসোর্সিং পেশায় কর্মরতদের সম্মানতা দিতে আগামী ৮ মার্চ চতুর্থবারের মতো 
বর্ষসেরা ফ্রিল্যান্সার পদক ঘোষণা করবে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার
অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। আর দ্বিতীয়বারের মতো এবারও
আউটসোর্সিংকে সারা দেশে ছড়িয়ে দেয়ার জন্য ৬৪টি জেলা থেকে সেরা ৬৪ জন
ফ্রিল্যান্সার তথা আইটি উদ্যোক্তাকে এই পুরস্কার দেয়া হবে। এ ছাড়া ছয়টি
ভিন্ন ক্যাটাগরিতে (ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, এসইও ও অনলাইন
মার্কেটিং, ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, অনলাইন ব্লগিং, মোবাইল
অ্যাপ্লিকেশন) তিনজন করে ১৮ জনকে ব্যক্তিগত ক্যাটাগরিতে এবং তিনজনকে নারী
ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হবে। প্রাতিষ্ঠানিক ক্যাটাগরিতে ১৫টি কোম্পানিকে
আউটসোর্সিং খাতে বিশেষ অবদানের জন্য বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড দেওয়া
হবে। গতকাল শনিবার বেসিস আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
গত
তিন বছর ধরে বেসিস ফ্রিল্যান্সারদের উত্সাহিত করার জন্য এবং তরম্নণদের এই
পেশায় আগ্রহী করার জন্য এই অ্যাওয়ার্ড প্রদান করে থাকে। বেসিস চতুর্থ বারের
মত এবার আয়োজন করতে যাচ্ছে ‘বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড ২০১৪’ । গত বছরের
মত এবারও সর্বমোট ১০০টি এ্যাওয়ার্ড প্রদান করা হবে। আউটসোর্সিংকে সারাদেশে
ছড়িয়ে দেবার জন্য ৬৪টি জেলা থেকে সেরা ৬৪জন ফ্রিল্যান্সার তথা আইটি
উদ্যোক্তাদের এই এ্যাওয়ার্ড প্রদান করা হবে। এছাড়াও ৬টি ভিন্ন ভিন্ন
ক্যাটাগরিতে (ওয়েব অ্যাপিস্নকেশন ডেভেলপমেন্ট, এসইও ও অনলাইন মার্কেটিং,
ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, অনলাইন বস্নগিং, মোবাইল অ্যাপিস্নকেশন) ৩জন
করে সর্বমোট ১৮জনকে ব্যক্তিগত ক্যাটাগরিতে এবং ৩জনকে নারী ক্যাটাগরীতে
এ্যাওয়ার্ড প্রদান করা হবে। প্রাতিষ্ঠানিক ক্যাটাগরীতে ১৫টি কোম্পানীকে
আউটসোর্সিং খাতে বিশেষ অবদানের জন্য বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড প্রদান
করা হবে।
বেসিস সভাপতি শামীম আহসান বলেন, বাংলাদেশে আউটসোর্সিং পেশাটা
এখন আর ব্যাতিক্রম কিছু নয়। প্রতি বছর দেশে যে বিশাল পরিমাণ শিড়্গিত
যুবশক্তি শ্রমবাজারে আসছে, তার পুরোপুরি কর্মসংস্থান করা সরকারের পড়্গে একা
সম্ভব নয়। আমরা মনেকরি বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড ২০১৪ প্রদানের
মধ্যদিয়ে সচেতনতা সৃষ্টির মাধ্যমে এ বিপুলসংখ্যক অব্যবহূত মেধাকে
আউটসোর্সিং পেশায় আগ্রহী করে তোলা সম্ভব হবে এবং তাদের আয় দেশের অর্থনীতিতে
ভিন্নমাত্রা যোগ করবে। এখানে উলেস্নখ্য, বেসিস শুধুমাত্র মুক্ত
পেশাজীবিদেরই নয়, রপ্তানিখাতে বিশেষ অবদানের জন্য ১৫টি বেসিস সদস্য
কোম্পানীকে বেসিস এই অ্যাওয়ার্ড প্রদান করে থাকে।
বেসিস আউটসোর্সিং
অ্যাওয়ার্ড ২০১৪ এর আহবায়ক শাহ ইমরাউল কায়ীশ আউটসোর্সিং অ্যাওয়ার্ড এর বিগত
বছরগুলোর অর্জন ও বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড ২০১৪ এর পরিকল্পনা তুলে
ধরেন।
জুরী বোর্ডের চেয়ারম্যান এ কে এম ফাহিম মাশরম্নর বলেন,
অ্যাওয়ার্ড প্রদানের ক্ষেত্রে রপ্তানীর পরিমাণ, কর্মসংস্থান ও উদ্যোক্তাদের
সামাজিক ভ্থমিকাকে প্রাধান্য দেয়া হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত
ছিলেন বেসিসের সভাপতি শামীম আহসান, বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড ২০১৪-এর
আহ্বায়ক ও বেসিসের কোষাধ্যক্ষ শাহ ইমরাউল কায়ীশ, জুরি বোডের্র চেয়ারম্যান
এবং বেসিসের সাবেক সভাপতি ও বর্তমান কার্যকরী বোডের্র পরিচালক এ কে এম
ফাহিম মাশরুর, সহসভাপতি উত্তম কুমার পাল ও যুগ্ম সাধারণ সম্পাদক এম রাশেদুল
হাসান।

আগ্রহী ফ্রিল্যান্সাররা বেসিস ওয়েবসাইট
(www.outsourcingaward.basis.org.bd) থেকে নিবন্ধন করার মাধ্যমে এই
প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। আগামী ১৪ ফেব্রুয়ারির মধ্যে নিবন্ধন করতে
হবে।

Comments

Anonymous said…
Fast Tutorial freelancer very important news

Thanks
SALAHUDDIN said…
ame o Registration Korbo, Thanks