হোয়াটসঅ্যাপ কিনতে চেয়েও কিনতে পারেনি গুগল

ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ একা নন, হোয়াটসঅ্যাপকে সঙ্গী
করতে ঝাঁপ দিয়েছিলেন গুগলের প্রতিষ্ঠাতা ল্যারি পেজও। ১৯০০ কোটি মার্কিন
ডলারে ফেসবুকের হোয়াটসঅ্যাপকে কিনে নেওয়ার খবর ছড়াতেই সামনে এলো গুগলের
প্রয়াসের কথা।

ব্রিটেনের পত্রিকা 'দ্য টেলিগ্রাফ' জানিয়েছে, এক
হাজার ৯০০ কোটি মার্কিন ডলারের বেশি অর্থ দিয়ে হোয়াটসঅ্যাপ কেনার প্রস্তাব
দিয়েছিলেন ল্যারি পেজ। কিন্তু প্রতিষ্ঠাতা জেন কোউম তাতে সাড়া দেননি। উল্টো
শেষ মুহুর্তে তিনি ফেসবুকের সঙ্গে হাত মেলান।

তবে আরেক মহলের দাবি,
গুগল ১০০০ কোটি মার্কিন ডলারের প্রস্তাব দিয়েছিলেন কোউমকে। আর জাকারবার্গ
ফেসবুকের বোর্ড অফ ডিরেক্টরসে কোউমকে সামিল করেছেন। ল্যারি পেজের প্রস্তাবে
এমন কোনো শর্ত ছিলো না।

দ্য ইনফরমেশন পত্রিকা জানায়, কোউমের সঙ্গে
জাকারবার্গ যোগাযোগ করার পর ল্যারি পেজও হোয়াটসঅ্যাপ প্রতিষ্ঠাতার সঙ্গে
দেখা করেন। কোউমকে স্বতন্ত্রভাবে কাজ করতে পরামর্শ দেন পেজ। তিনি বলেন,
'ফেসবুকের কাছে বড় চ্যালেঞ্জ হোয়াটসঅ্যাপ'। কোউমকে সতর্ক করে পেজ বলেন,
ফেসবুকের সঙ্গে মিশে গেলে ভবিষ্যতটা অন্যরকম হবে। হোয়াটসঅ্যাপ বা কোউম যে
উচ্চতায় পৌঁছতে পারতেন সেটা হয়তো বদলে যাবে।

গুগলের গোপন খবরটি হলো,
পেজের পরিকল্পনা নিয়ে সন্দিহান ছিলেন কোউম। পেজ যে তাকে স্রেফ স্বাধীনভাবে
কাজ করতে বলছেন তেমনটি মনে হয়নি কোউমের। বরং হোয়াটসঅ্যাপ প্রতিষ্ঠারা
ভেবেছিলেন, ফেসবুকের হাতে থেকে হোয়াটসঅ্যাপ ছিনিয়ে আনতেই গুগল এই
অ্যাপ্লিকেশন কিনে নিতে চাইছে। তবে গুগলের সেই পরামর্শে বিশেষ পাত্তা দেননি
কোউম। তাই ছয় মাস আগে এক বিস্ময়কর আবদার নিয়ে হাজির হয় গুগল। হোয়াটসঅ্যাপ
যদি কোনো সংস্থার সঙ্গে সংযুক্তিকরণ ও অধিগ্রহণ চুক্তিতে যায় তবে সেটা
গুগলকে জানাতে হবে। এই মর্মে এক চুক্তি সই করতে কোউমকে কয়েক কোটি মার্কিন
ডলার 'অফার' করেন পেজ। খুব স্বাভাবিক, এরকম কোনো চুক্তিই হয় না গুগল ও
হোয়াটসঅ্যাপের মধ্যে।

বিশেষজ্ঞদের দাবি, অধিগ্রহণের খবর জানতে চেয়ে
খুব ভুল করেনি গুগল। বরং এটা ল্যারি পেজ-সের্গেই ব্রিনের সংস্থার একটা কৌশল
মাত্র। ২০১২ সালে ১০০ কোটি মার্কিন ডলার দিয়ে ফটো-শেয়ারিং অ্যাপ্লিকেশন
'ইনস্টাগ্রাম' কিনে নেয় ফেসবুক। সেটা গুগলের কাছে একটা 'শক' ছিলো। তাই
নেট-দুনিয়ায় আগামী দিনে কী অধিগ্রহণ-সংযুক্তিকরণ হতে চলছে তার আগাম খবর
রাখতে চাইছে গুগল। সে কারণেই হোয়াটসঅ্যাপের কাছে এ ধরনের প্রস্তাব নিয়ে যায়
গুগল।

বৃহস্পতিবার হোয়াটসঅ্যাপ কিনতে ফেসবুকের দেওয়া দর
দেখে আঁতকে উঠেছিলেন অনেকেই। বেশ কয়েকটি মহল আবার এই চুক্তির অঙ্ককে খুব
বেশি তকমা দিতে রাজি হয়নি। তবে এ কথা মানতেই হবে যে, ১৯০০ কোটি মার্কিন
ডলার অঙ্কটা খুবই উঁচু। ভারতে টিসিএস, রিলায়েন্স, আইটিসি, ইনফোসিস, কোল
ইন্ডিয়া, এইচডিএফসি ব্যাঙ্ক বা সানফার্মার মতো ১৪টি তালিকাভুক্ত সংস্থারই
বাজার দর ১৯০০ কোটি মার্কিন ডলারের ওপরে। কিন্তু স্টেট ব্যাঙ্ক,
লার্সেন-টুব্রো ও কেয়ার্ন ইন্ডিয়ার মতো সংস্থার বাজার দর ১৯০০ কোটি মার্কিন
ডলারের নীচে। এমনকি আন্তর্জাতিক সংস্থা হার্লে-ডেভিডসন, গ্যাপ, নিউজ কর্প,
জেরক্স, নিয়েলসন, ম্যারিয়ট ইন্টারন্যাশনালের মতো সংস্থার বাজার দরও ১৯০০
কোটি মার্কিন ডলারের কম। সূত্র : এই সময়
 

Comments