What is site map

সাইট ম্যাপ কি ?


সাইট ম্যাপ হলো  এক প্রকার XML ফাইল যেখানে একটি ওয়েব সাইটের বিস্তারিত লিংক ও তথ্য জমা  থাকে- যার মাধ্যমে সার্চ ইঞ্জিনগুলো খুব সহজে  এবং কার্যকরীভাবে ওয়েব সাইটে ঘুরে বেড়াতে পারে এবং প্রয়োজনীয় ওয়েবপেজ গুলোকে ইনডেক্স করতে পারে । বর্তমানে সার্চ ইঞ্জিন গুলো খুব চালাক তাই তারা নিজেরাই ওয়েব সাইট গুলো ঘুরে বেড়ায় এবং প্রয়োজনে বিস্তারিত তথ্য সংগ্রহ করে । তাই সাইট ম্যাপ থাকলে সার্চ ইঞ্জিন গুলো সহজেই তথ্য খুঁজে পায়। সাইট ম্যাপ- এর আরও অনেক সুবিধা আছে একটা সাইট ম্যাপ বানালে সকল সার্চ ইঞ্জিনে জমা  দেওয়া য়ায়।

 
লেখক পরিচিতি
মোঃ ছালাউদ্দিন (রিপন)
মোবাইল নাম্বার:-018601212

Comments

Unknown said…
amar akta ache ame ki bave korbo ta bojta partachina Please help me !