নারীদের অগ্রযাত্রায় ফ্রিল্যান্সিং’ শীর্ষক সংবর্ধনা
অনুষ্ঠানেবিনামূল্যে দেশের ২৫০ জন নারীকে ফ্রিল্যান্স আউটসোর্সিং বিষয়ে
বৃত্তি দেওয়ার ঘোষণা দিয়েছে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট। ২৮ ডিসেম্বর শনিবার
আনুষ্ঠানিকভাবে ২৫০ জন নারীকে এ বৃত্তি দেওয়ার ঘোষণা দেওয়া হয়।
শাহবাগের জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে ‘নারীদের অগ্রযাত্রায় ফ্রিল্যান্সিং’ শীর্ষক এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রাথমিক পর্যায়ে ১০০ জন নারীকে বৃত্তি দেওয়া হয় এবং আরও ১৫০ জনকে সরকারি খরচে এ প্রকল্পের আওতায় নিয়ে আসার ঘোষণা দেওয়া হয়।

‘নারীদের অগ্রযাত্রায় ফ্রিল্যান্সিং’ নামের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিটি সচিব নজরুল ইসলাম খান, বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটির প্রকল্প পরিচালক এএনএম সফিকুল ইসলাম, ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস ইল্যান্সের কান্ট্রি ম্যানেজার সাইদুর মামুন খান, ক্রিয়েটিভ আইটির ব্যবস্থাপনা পরিচালক মো. মনির হোসেনসহ আরও অনেকে।
নজরুল ইসলাম খান বলেন, এখন ফ্রিল্যান্সিংয়ে নারীরা অনেক ভালো করছেন। প্রথম পর্যায়ে ১০০ জন ও পরবর্তীতে ১৫০ জন ফ্রিল্যান্সিং শেখার জন্য বৃত্তি পাবেন। নজরুল ইসলাম খান আরও জানিয়েছেন, ভারতে ফ্রিল্যান্সিংয়ে নারীর অংশগ্রহণ ৬৬ শতাংশ আর আমাদের দেশে মাত্র ছয় শতাংশ। আগামীতে ৪৫ হাজার মানুষকে সরকারি উদ্যোগে ফ্রিল্যান্সিং শেখানো হবে।
ক্রিয়েটিভ আইটির ব্যবস্থাপনা পরিচালক মো. মনির হোসেন জানান, খরচ ছাড়াই গ্রাফিকস ও ওয়েব ডিজাইনের ওপর চার মাসের প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিতেই ক্রিয়েটিভ আইটি এই পদক্ষেপ নিয়েছে।
Be the first to like.
শাহবাগের জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে ‘নারীদের অগ্রযাত্রায় ফ্রিল্যান্সিং’ শীর্ষক এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রাথমিক পর্যায়ে ১০০ জন নারীকে বৃত্তি দেওয়া হয় এবং আরও ১৫০ জনকে সরকারি খরচে এ প্রকল্পের আওতায় নিয়ে আসার ঘোষণা দেওয়া হয়।
‘নারীদের অগ্রযাত্রায় ফ্রিল্যান্সিং’ নামের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিটি সচিব নজরুল ইসলাম খান, বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটির প্রকল্প পরিচালক এএনএম সফিকুল ইসলাম, ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস ইল্যান্সের কান্ট্রি ম্যানেজার সাইদুর মামুন খান, ক্রিয়েটিভ আইটির ব্যবস্থাপনা পরিচালক মো. মনির হোসেনসহ আরও অনেকে।
নজরুল ইসলাম খান বলেন, এখন ফ্রিল্যান্সিংয়ে নারীরা অনেক ভালো করছেন। প্রথম পর্যায়ে ১০০ জন ও পরবর্তীতে ১৫০ জন ফ্রিল্যান্সিং শেখার জন্য বৃত্তি পাবেন। নজরুল ইসলাম খান আরও জানিয়েছেন, ভারতে ফ্রিল্যান্সিংয়ে নারীর অংশগ্রহণ ৬৬ শতাংশ আর আমাদের দেশে মাত্র ছয় শতাংশ। আগামীতে ৪৫ হাজার মানুষকে সরকারি উদ্যোগে ফ্রিল্যান্সিং শেখানো হবে।
ক্রিয়েটিভ আইটির ব্যবস্থাপনা পরিচালক মো. মনির হোসেন জানান, খরচ ছাড়াই গ্রাফিকস ও ওয়েব ডিজাইনের ওপর চার মাসের প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিতেই ক্রিয়েটিভ আইটি এই পদক্ষেপ নিয়েছে।
Comments