রিলিজ হল অভ্র এর নতুন ভার্সন ৫.৫.০ 

কিছু নতুন ফিচার এবং উইন্ডোজ ৮.১ এর সামঞ্জস্যতা যোগ করে অভ্র ৫.৫.০ গতকাল ২১শে ফেব্রুয়ারী ২০১৪ তারিখে রিলিজ হয়েছে। নির্মাতাদের কথা অনুসারে এখানে নিম্নের পরিবর্তনগুলো করা হয়েছে।

> উইন্ডোজ 8.1 সামঞ্জস্যের যোগ করা হয়েছে, এখন আধুনিক UI ‘তে (পূর্বে মেট্রো) এবং উইন্ডোজ স্টোর অ্যাপস এর সঙ্গে কাজ করে
> ফোনেটিক ইঞ্জিন ডট/দশমিক চিহ্ন (.) দাড়ি চিহ্নে রূপান্তরিত করে। যদি পরিবর্তী অক্ষর সংখ্যা হয় (যদি 0.৯ লেখা হয় তাহলে 0।৯ এর 0.৯ এ রূপান্তরিত হবে)
> আপডেট ফন্ট দেয়া হয়েছে
> ৪টি নতুন স্কিন যোগ করা হয়েছে
> সব এক্সেকিউটেবল এখন ডিজিটালরূপে স্বাক্ষরিত করা হয়েছে

ডাউনলোড লিংক

Comments

Unknown said…
is my web site pleasse click here

it-house24.blogspot.com