প্রতিটি জেলায় প্রশিক্ষণ ইনস্টিটিউট গড়ে তোলা হবে !

বাংলাদেশ আইটি ট্যালেন্ট কনটেস্টের সমাপনী অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রী 

 

দেশের মানুষকে দক্ষ ও উন্নত বিশ্বের শ্রমবাজারের উপযোগী হিসেবে গড়ে তুলতে
দেশের প্রতটি জেলায় একটি করে ট্রেনিং ইনস্টিটিউ গড়ে তোলা হবে। ইতোমধ্যে
দেশে ৭৮টি ট্রেনিং ইনস্টিটিউট স্থাপন করা হয়েছে। গতকাল ড্যাফোডিল
বিশ্ববিদ্যালয় মিলনায়তনে বাংলাদেশ আইটি ট্যালেন্ট কনটেস্ট ২০১৪-এর সমাপনী ও
অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও
বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এ কথা
বলেন। অনুষ্ঠানে ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান মো. সবুর খান, জাইকার
রিপ্রেজেন্টিটিভ ছোয়োশি কানো এবং জাপান অ্যাম্বাসির মন্ত্রী হিরুইউকি
মিনামি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
ডিআইআইটির নির্বাহী পরিচালক মোহাম্মদ নূরুজ্জামান। অনুষ্ঠানে বক্তব্য
রাখেন বাংলা বিজনেস পার্টনার, জাপানের ব্যবস্থাপনা পরিচালক তরু ওকাজাকি, ড.
তৌহিদ ভূঁইয়া, ডিআইইউ ও ডিআইআইটির পরিচালক রথীন্দ্রনাথ দাস। বিশেষ অতিথির
বক্তব্যে মো. সবুর খান বলেন, 'বাংলাদেশে প্রচুর মেধাবী ও দক্ষ জনবল
রয়েছে। এ ধরনের আয়োজন এসব মেধাবীদের আন্তর্জাতিক চাকরি বাজারে
কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিবে।' তিনি আরও বলেন, 'এই প্রতিযোগিতায়
বিজয়ীরা জাপানের চাকরির বাজারে আস্থা অর্জন করতে পারলে উন্নত বিশ্বের
অন্যান্য দেশেও দেশিয় তরুণদের দ্রুত কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।'
অনুষ্ঠানে বাংলা বিজনেস পার্টনার (বিবিপি), জাপানের উদ্যোগে এবং
ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটির সহযোগিতায় দেশের তরুণ আইটি শিক্ষার্থীদের
জাপানসহ উন্নত বিশ্বে কর্মসংস্থানের লক্ষ্যে আয়োজিত বাংলাদেশ আইটি
ট্যালেন্ট কনটেস্ট ২০১৪-এর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এই
প্রতিযোগিতায় সারাদেশ থেকে অংশ নেওয়া বিপুলসংখ্যক তরুণের মধ্য থেকে ২০জনকে
চূড়ান্তভাবে নির্বাচন করা হয়েছে। নির্বাচিতদের নিয়োগ প্রতিষ্ঠানের
উপযোগী করে গড়ে তোলার জন্য প্রফেশনাল প্রশিক্ষণ এবং জাপানি ভাষায় দক্ষতা
প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে। আয়োজকদের পক্ষ থেকেই এই প্রশিক্ষণের আয়োজন
করা হবে।

Comments

Unknown said…
repon bai ame 2014 IT Talent a Tikachi Kinto akhon bole nake training kortha hobe