ফ্রিল্যান্স এর জন্য প্রয়োজন ইংরেজি দক্ষতা, কিভাবে বাড়াবেন?

ইংরেজী আন্তর্জাতিক ভাষা, সুতরাং ইংরেজী শেখার গুরুত্ব সহজেই অনুমেয়। যদি আপনি ফ্রিল্যান্সিং করতে চান তাহলেতো কাজ পাওয়ার জন্য ইংরেজীর বিকল্প নেই বললেই চলে।

প্রথমত কোন কাজের বর্ণনা পড়ে কাজটি সম্পর্কে বুঝতে হলেও আপনার ইংরেজীতে দক্ষতা থাকতে হবে। শুধু এটিই নয় আপনাকে কোন কাজের জন্য কাভার লেটার লিখতে হলেও সেখানে আপনার ইংরেজী প্রয়োজন হবে। যদি কোনভাবে কাজটি পেয়েও যান তাহলে ইংরেজীর প্রয়োজনীয়তা আরও বাড়বে। কারণ তখন আপনাকে ক্লায়েন্টর সাথে যোগাযোগ করতে হবে। আর ক্লায়েন্টর সঙ্গে যোগাযোগ করতে হলে আপনাকে অবশ্যই ইংরেজী জানতে হবে। সুতরাং যারা ফ্রিল্যান্সিং করতে আগ্রহী বা ফ্রিল্যান্সিংয়ের সাথে যুক্ত হয়েছেন বেশ পূর্বেই তবে ইংরেজীর দূর্বলতার কারণে কাজ ‍পাচ্ছেন না তাদের ইংরেজী শিখে নেওয়াটা খুব জরুরী।আপনারা ইংরেজী শিখতে পারেন অনলাইনেই।



আজ আপনাদের জন্য আমরা শেয়ার করব এমন কিছু সাইট যেগুলি থেকে আপনি ইংরেজী শিখতে পারেন সহজেই। এসব সাইট থেকে আপনি ইংরেজী স্পোকেন, গ্রামার, ভোকাবুলারী দক্ষতা বাড়িয়ে নিতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক সাইটগুলি।



  1.  www.real-english.com/
  2. www.englishspeak.com
  3.  www.bbc.co.uk/worldservice/learningenglish
  4.  www.ego4u.com
  5.  www.englishpage.com
  6.  www.learnenglish.de
  7.  www.englishgrammar101.com
  8.  www.tolearnenglish.com/
  9.  www.english-for-students.com
  10.  www.bbc.co.uk/worldservice/learningenglish/
  11.  www.voanews.com/learningenglish/theclassroom/home/
  12.  www.learnenglish.de/vocabpage
  13.  www.englishclub.com/writing/
  14.  www.openenglish.com/
  15.  www.alison.com/English-Study/
  16.  www.learnenglish.britishcouncil.org
  17.  www.learn-english-online.org/
  18. www.learnamericanenglishonline.com


অনুবাদের জন্য



www.translate.google.com/

Comments

Anonymous said…
English is very important international language