ফিরিয়ে আনুন ভুলে পাঠানো E-mail

কখনো হয়তো বার্তা লেখা শেষ করে সেন্ড বোতামে ক্লিক করার পরপরই বুঝলেন, পাঠানো ই-মেইলে কিছু একটা ভুল হয়েছে। কিন্তু ততক্ষণে যা হওয়ার তা হয়ে গেছে, মেইলটি পৌঁছে গেছে তার গন্তব্যে! মেইল পাঠাতে সেন্ড বোতামে ক্লিক করার পরও অন্তত কিছুটা সময় পর্যন্ত সেটা ফিরিয়ে আনা অর্থাৎ আনডু করার সুযোগ জিমেইলে পাওয়া যাবে।

জনপ্রিয় মেইল সেবা জিমেইলের ল্যাবস ব্যবহার করে এ রকম আরও কিছু বাড়তি সুবিধা পাওয়া যাবে। সুবিধাগুলো চালু করতে হলে জিমেইলে ঢুকে (লগ-ইন) ওপরে ডানদিক থেকে সেটিং নির্বাচন করতে হবে। তারপর ল্যাবস ট্যাবে ক্লিক করলে উপাদানগুলোর তালিকা দেখা যাবে, সেখান থেকে সুবিধাগুলো সক্রিয় করা যাবে।

মার্ক অ্যাজ রিড বাটন ঃ কোনো মেইল না পড়েই সেটাকে পড়া হয়েছে এমনভাবে চিহ্নিত করতে হলে বারবার ‘মোর’ মেনুতে গিয়ে সেটা করতে হয়। আবার দিন শেষে নিজের ইনবক্সটি পরের দিনের জন্য তৈরি রাখতে হলেও ‘মার্ক অ্যাজ রিড’ বোতামটি প্রয়োজন পড়ে। বোতামটি তাই হাতের কাছে রাখতে চাইলে ল্যাবস ট্যাবে গিয়ে মার্ক ‘অ্যাজ রিড বাটন’-এর ডানপাশে থাকা ‘এনএইবল’ ক্লিক করে পেজের নিচে গিয়ে ‘সেভ চেইন্জেস’ ক্লিক করতে হবে।


Comments

Anonymous said…
very important gooooooooooooooooooooooooood Idea