জনপ্রিয় মেইল সেবা জিমেইলের ল্যাবস ব্যবহার করে এ রকম আরও কিছু বাড়তি সুবিধা পাওয়া যাবে। সুবিধাগুলো চালু করতে হলে জিমেইলে ঢুকে (লগ-ইন) ওপরে ডানদিক থেকে সেটিং নির্বাচন করতে হবে। তারপর ল্যাবস ট্যাবে ক্লিক করলে উপাদানগুলোর তালিকা দেখা যাবে, সেখান থেকে সুবিধাগুলো সক্রিয় করা যাবে।
মার্ক অ্যাজ রিড বাটন ঃ কোনো মেইল না পড়েই সেটাকে পড়া হয়েছে এমনভাবে চিহ্নিত করতে হলে বারবার ‘মোর’ মেনুতে গিয়ে সেটা করতে হয়। আবার দিন শেষে নিজের ইনবক্সটি পরের দিনের জন্য তৈরি রাখতে হলেও ‘মার্ক অ্যাজ রিড’ বোতামটি প্রয়োজন পড়ে। বোতামটি তাই হাতের কাছে রাখতে চাইলে ল্যাবস ট্যাবে গিয়ে মার্ক ‘অ্যাজ রিড বাটন’-এর ডানপাশে থাকা ‘এনএইবল’ ক্লিক করে পেজের নিচে গিয়ে ‘সেভ চেইন্জেস’ ক্লিক করতে হবে।
Comments