আসছে অনলাইন মার্কেট ঢাকাবাজার ডট com

রিয়েল টাইম ইনফরমেশন সার্ভিস ঢাকাবিজডটকম চালু করতে যাচ্ছে ঢাকাবাজার নামে একটি অনলাইন শপিং মার্কেট। এতে থাকবে প্রায় শত মার্কেটের সহস্রাধিক দোকান ও শোরুমের এক্সক্লুসিভ পণ্যের ছবি ও নির্ধারিত দাম। অত্যাধুনিক সার্চ ইঞ্জিনের মাধ্যমে ক্রেতারা সহজেই পছন্দের পণ্য বাছাই করতে পারবেন, পাবেন বিশেষ ডিসকাউন্ট। ঢাকাবাজারে সাধারণ মার্কেটের মতো বিক্রেতারা যাতে পণ্য ডিসপ্লে করতে পারেন সেজন্য প্রতিটি বিক্রেতা প্রতিষ্ঠানের নামে থাকছে আলাদা আলাদা ওয়েবসাইট।
অনলাইন মার্কেট ঢাকাবাজার তৈরিতে এরই মধ্যে ঢাকাবিজডটকমের উদ্যোক্তা প্রতিষ্ঠান বাজার ইনফরমেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইডি) সঙ্গে কাজ করছে বাংলাদেশ দোকান মালিক সমিতি ও বাংলাদেশ সুপার স্টোরস ওনার্স অ্যাসোসিয়েশন। আনুষ্ঠানিকভাবে শিগগিরই যাত্রা শুরু করবে ঢাকাবাজার। উদ্বোধন উপলক্ষে ঢাকা শহরের বিভিন্ন মার্কেটের দোকান মালিক সমিতিভুক্ত ৫০০ দোকান মালিককে ১ বছরের জন্য বিনা চার্জে ঢাকাবাজারের সদস্যপদ দেবে কর্তৃপক্ষ।
ঢাকাবাজার সম্পর্কে বিআইডি’র ব্যবস্থাপনা সম্পাদক মিসেস শামীম আরা জানান, অত্যাধুনিক সফটওয়্যার সমৃদ্ধ ঢাকাবাজারে আছে একটি অত্যাধুনিক সার্চ ইঞ্জিন, যার সাহায্যে যে কোনো ক্রেতা দ্রুত পছন্দের পণ্য বাছাই করতে পারবেন এবং সরাসরি মেসেজ পাঠিয়ে সংশ্লি* দোকান থেকে নির্ধারিত মূল্যের কমে বা ডিসকাউন্টে পণ্য ক্রয় করতে পারবেন। ক্রেতাদের কোনো চার্জ বা ফি দিতে হবে না। ঢাকাবাজারের ঠিকানা:www.dhakabazar.net অথবা www.dhakabiz.com

Comments