সেপ্টেম্বরে মাইক্রোসফট চালু করবে সেলফি ফোন

 
সেলফি বিষয়টি এখন মানুষের কাছে খুব জনপ্রিয়তা পেয়েছে। অন্যকে দিয়ে ছবি
তোলানোর চেয়ে নিজের ছবি নিজে তুললেই যেন সেটি বন্ধুমহলে বেশি গ্রহণযোগ্যতা
পায়। তাই এবার আমেরিকা ভিত্তিক মোবাইলফোন নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট
সেলফি বিষয়টিকে প্রাধান্য দিয়ে আগামী ৪ সেপ্টেম্বর দুইটি ফোন চালু করার
প্রস্তুতি নিচ্ছে।





এর মধ্যে একটির নাম লুমিয়া৭৩০ ও অন্যটির নাম লুমিয়া৮৩০। সেলফি তোলার জন্য
এটি খুব ভালো। এই দুটি ফোন চালুর আগের দিন তথা ৩ সেপ্টেম্বর স্যামসাং চালু
করবে গ্যালাক্সি নোট-৪। এজন্য অবশ্য অনেকে স্যামসাংয়ের সমালোচনা করেছে।





এই ফোন জার্মানিতে অনুষ্ঠেয় ইলেক্ট্রনিক্স কোম্পানির ট্রেড শোয়ের দিন চালু
করা হবে। জানা গেছে, লুমিয়া৭৩০ এর রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা ও ৪.৭
ইঞ্চি স্ক্রিন।

Comments