হাদীসের গল্প- ছোটদের জন্য বিনোদন এবং শিহ্মামুলক একটি বই

আলহামদুলিল্লাহ, আমাদের ছোট ভাইবোন বা সন্তানদেরকে আর মিথ্যা ও  কাফের সংস্কৃতির কল্পকাহিনী শুনিয়ে বড় করতে হবে না। হাদীস ফাউন্ডেশন বাংলাদেশ কতৃক প্রকাশিত হয়েছে ছোটদের জন্য বিনোদন এবং শিহ্মমুলক বই “হাদীসের গল্প”।   হাদীস থেকে সংগৃহীত শিহ্মামুলক  সত্য ঘটনাগুলি সংকলিত করে সন্নিবেশিত করা হয়েছে এই বইটিতে।

শিরোনাম: হাদীসের গল্প

সংকলন: হাদীস ফাউন্ডেশন বাংলাদেশ
Free Download:

Comments

atnews said…
এটি একটি শিক্ষামূলক বই। শিশুদের জন্য খুব ভাল একটা বই। ধন্যবাদ জানাই খোবরটার জন্য
http://alltimebdnews.blogspot.com/