Updating Google Translate Apps

আপডেট হচ্ছে গুগলের ট্রান্সলেট অ্যাপ




সার্চ জায়ান্ট গুগলের ট্রান্সলেট অ্যাপ খুবই দরকারি একটি অ্যাপ্লিকেশন। আর এবার তারা রিয়েল টাইম ট্রান্সলেট অ্যাপটি আপডেট করবে ব্যবহারকারীদের জন্য।
দ্য নিউ ইয়র্ক টাইমস অনুযায়ী, গুগলের এই নতুন আপডেটে ট্রান্সলেট অ্যাপ জনপ্রিয় ভাষাগুলোকে স্বয়ংক্রিয় ভাবে চিনতে পারবে এবং রিয়েল টাইমে অনুবাদ করে দিবে। শুধু তাই নয় যেকোনো সাইনের স্নাপশট থেকেও অনস্ক্রিনে অনুবাদ করে দেখাবে। এর আগে গত মাসে মাইক্রোসফটের স্কাইপে তাদের রিয়েল-টাইম ট্রান্সলেশন প্রোগ্রাম উন্মুক্ত করেছিলো।
বর্তমানে গুগল ট্রান্সলেটে ৯০টি ভাষার লিখিত অনুবাদ রয়েছে এবং বেশ কিছু জনপ্রিয় ভাষার কথা শুনতে পারে।



Comments